দক্ষিনদিনাজপুর

প্রশাসনিক তথ্যের উপর ভিত্তি করে পুর্ননির্বাচন, ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল

প্রশাসনের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে পুর্ননির্বাচন করানোর প্রতিবাদে পথে নামল তৃণমূল। মঙ্গলবার এই মর্মে বালুরঘাট কলেজে ডি.সি.আর.সি-র সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। বিক্ষোভের পাশাপাশি জেলার তিনটি ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। নির্বাচন কমিশনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসারের তথ্য অনুযায়ী ৩৫ টি বুথে পুর্ননির্বাচনের জন্য পাঠানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির কথা শুনে যেসব জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে সেখানেও পুনর্নির্বাচনের জন্য কমিশনকে জানিয়েছে জেলা প্রশাসন। এর প্রতিবাদেই তাদের এদিনের এই বিক্ষোভ মিছিল। 

এবিষয়ে সাংসদ অর্পিতা ঘোষ অভিযোগ করে বলেন, প্রায় প্রতিটি জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, তা সত্ত্বেও সেখানেও পুনর্নির্বাচন করার প্রতিবাদে তাদের এদিনের বিক্ষোভ মিছিল। এদিন বালুরঘাট ব্লক, হিলি ব্লক, হরিরামপুর ব্লকের বিডিওকে ডেপুটেশন দিলেন তারা।